সারিয়াকান্দি উপজেলা
বগুড়া সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে অর্থদন্ড

বগুড়া সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনকারী একজনকে তিন লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।

শনিবার মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুপম দাস এবং জনাব আমির সালমান রনি।
রুপম দাস বলেন, বগুড়া জেলা প্রশাসক জনাব মোঃ জিয়াউল হক স্যার এর নির্দেশ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী একজনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০’ এ তিন লক্ষ টাকা অর্থদন্ড করা হয় এবং উত্তোলিত আনুমানিক এক কোটি টাকা মূল্যের বালু জব্দ করা হয়।
তিনি আরো বলেন,জব্দকৃত বালু চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে রাখা হয়েছে। জব্দকৃত বালুর বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ