বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন সাঈদ হোসেন (৩৭) মারা গেছেন। এই তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন।
বুধবার (২৩ মার্চ) ভোর পৌনে চারটার দিকে বেরাইদ পূর্বপাড়া এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
নিহত সাঈদ হোসেন (৩৭) ছাড়া বাকি দগ্ধরা হলেন- সাফিয়ান (৯), সাফা (১০) ও রেখা (৩৫)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ভোরে বাড্ডা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ চারজনকে এখানে নিয়ে আসা হয়।
জানা যায় সাঈদ হোসেনের শরীরের ৯৫ শতাংশ, রেখার শরীরের ৩০ শতাংশ, সাফার শরীরের ১১ শতাংশ ও সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ দগ্ধ অবস্থায় আসেন। এদের মধ্যে সাঈদ হোসেনের অবস্থা ছিল আশঙ্কাজনক।
সাঈদ হোসেনের স্বজনরা জানান, সাইদ পরিবার নিয়ে ওই বাড়ির তৃতীয় তলাতে থাকতেন। রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। ভোর পৌনে চার দিকে হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এরপর আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে চেষ্টা চালিয়ে ভোর সোয়া চার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪: এক জ