দুর্ঘটনাসারাদেশ

সকাল সকাল সড়কে ঝড়ল ৪ প্রাণ

নরসিংদীর রায়পুরায় পিকআপ ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।  এসময় গুরুতর আহত হয়েছেন এক নারী।

শুক্রবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক সংলগ্ন সজল ভূইয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজুর রহমান জানান, নরসিংদী থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে রায়পুর থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজির ভিতরে থাকা ৫ যাত্রীর মধ্যে ৪ জন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছে এক নারী।

নিহতরা হলেন রায়পুরা আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫) ছিদ্দিক মিয়ার ছেলে শাকিল মিয়া (১৮) ও রাযপুরার বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২) ও দক্ষিণ মির্জানগর এলাকার জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৬)। আহত নারীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button