মৌলভীবাজারে মাটিচাপা পড়ে এক পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে জেলার কুলাউড়া উপজেলার প্রত্যন্ত এলাকা ভাটেরার ইসলাম নগর রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ভাটেরার পশ্চিম ইসলাম নগরের তছিবুর রহমানের ছেলে সুমন মিয়া (১২), আব্দুস ছালামের ছেলে নাহিদ আহমদ (১১) ও আব্দুল করিমের ছেলে আব্দুল কবির (৯)।
রাবার বাগানের ভেতরে ঘাগরাছড়া টিলায় তিন শিশু পাখির বাসা দেখতে টিলার গর্তে ঢুকে যায়। শিশুরা সেখানে ঢোকা মাত্রই মাটি ধসে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি জানান, এমন খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।