কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কাহালু উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে।
সূর্যোদয়ের আগে উপজেলা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুভ সুচনা করা হয়।
শনিবার দিবসটির শুভ সূচনার পর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচীর পর বীরমুক্তিযোদ্ধাদের দেয়া হয় সংবর্ধনা।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।
আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেন, বীরমুক্তিযোদ্ধা বৃন্দ।
বিকেলে হাইস্কুল মাঠে কাবাডি প্রতিযোগীতা ও উপজেলা অডিটোরিয়াম হলে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এসএ