বগুড়ায় প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি! আত্মহত্যা প্রেমিকের

বগুড়ার সারিয়াকান্দিতে প্রেমিকার সাথে কথা কাটাকাটির জেরে আত্মহত্যা করেছে এক কিশোর।
নিহত সাগর উপজেলার বড় কুতুবপুর গ্রামের মোস্তাফিজার রহমান সরকারের ছেলে। সে চন্দনবাইশা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র ছিল।
বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সাগরের সঙ্গে একই এলাকার এক কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।সকালে তারা যমুনা নদীর ধারে দেখা করতে গেলে এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
কিশোরের মা জানান, তাঁর ছেলে মেশিনে বোরোধানে পানি দেওয়ার কথা বলে সকাল ৯টায় বাড়ি হতে বের হয়ে যায়। তার কিছুক্ষণ পর তিনি ছাগল নিয়ে তার ছেলে কাছে ধানখেতে যায়। দুপুর সাড়ে ১২টায় সাগর তার মাকে ধানখেতে রেখে বাড়িতে আসে। ফিরতে দেরি হওয়ায় ওই কিশোরের মা বাড়িতে এসে দেখে তাঁর ছেলে আত্মহত্যা করেছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ বিষয়ে সারিয়াকান্দি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি প্রেমঘটিত কি না তা বের করতে আমাদের তদন্ত অব্যাহত আছে।
এসএ