বগুড়ায় বিএনপির প্রতীকী অনশন
বগুড়ায় ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সরকারের সর্বগ্রাসী দুর্নীতি’র প্রতিবাদে প্রতীকী অনশন করছেন বিএনপি।
বুধবার সকাল ১০টার দিকে শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়। শেষ হবে বেলা ৩টায়।
কেন্দ্রীয় ওই কর্মসূচীতে বিএনপি ছাড়াও ছাত্রদল এবং যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নিয়েছেন।
প্রতীকী অনশনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল ও বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
প্রতীকী অনশন চলাকালে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেন, চাল-ডাল ও তেলসহ সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় জনগণের নাভিশ্বাস উঠেছে। কিন্তু সরকার নিশ্চুপ রয়েছে। যেহেতু তাদের জনগণের সমর্থন ও ভোটের প্রয়োজন হয় না তাই তাদের কষ্টও তারা অনুভব করে না।
বিএনপিকে কল্যাণমুখী দল উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে কখনোই এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। দেশের মানুষকে আর যাতে এমন কষ্ট করতে না হয় সেজন্য বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য আন্দোলনের কোন বিকল্প নেই।