ইউক্রেন ছেড়েছে ৪০ লাখ মানুষ
গত ২৪ ফেব্রুয়ারিতে রুশ সেনা আগ্রাসনের পর থেকে ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে এ পর্যন্ত ৪,০১৯,০০০ মানুষ।
বুধবার জাতিসংঘ শরণার্থী সংস্থার সর্বশেষ হিসাবে অনুযায়ী এমন তথ্য জানা গেছে। এর মধ্যে দেশ ছেড়ে সবচেয়ে বেশি মানুষ গেছে পোল্যান্ডে।
এ বিষয়ে বিবিসি জানায়, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইনের ভেতরে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৬০ লাখের বেশি মানুষ; অর্থাৎ, সামগ্রিকভাবে ইউক্রেইনের জনসংখ্যার অন্তত এক চতুর্থাংশ যুদ্ধের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটাই সবচেয়ে বড় শরণার্থী সংকট। ২৯ মার্চ নাগাদ বিভিন্ন দেশে ইউক্রেনীয় শরণার্থীর সংখ্যা: পোল্যান্ড- ২,৩৩৬,৭৯৯ ইউক্রেইন শরণার্থীকে আশ্রয় দিয়েছে। রোমানিয়া- আশ্রয় দিয়েছে ৬০৮,৯৩৬ শরণার্থীকে। মলদোভা- ৩৮৭,১৫১ জনকে। হাঙ্গেরি- ৩৬৪,৮০৪ জনকে। রাশিয়া- ৩৫০,৬৩২ জন। স্লোভাকিয়া- ২৮১,১৭২ জন। বেলারুশ-১০,৯০২ জনকে।