ক্রিকেটখেলাধুলা

এবার আইপিএলে কলকাতাকে হাড়িয়ে প্রথম জয় পেল ব্যাঙ্গালোর

আইপিএলের ১৫তম আসরের দলের দ্বিতীয় ম্যাচে লঙ্কান এই লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এর ভেলকিতে আসরে নিজেদের প্রথম জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 

টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা। ৫০ রানের মধ্যেই সাজঘরে ফেরেন ৪ ব্যাটার। শেষপর্যন্ত ১৮.৫ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন আন্দ্রে রাসেল। এছাড়া ১৮ রান করেন উমেশ যাদব। হাসারাঙ্গা মাত্র ২০ রানের খরচায় শিকার করেন চারটি উইকেট। ৪৫ রান খরচ করলেও তিনটি উইকেট শিকার করেন আকাশ দীপ। হার্শাল প্যাটেল মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ব্যাঙ্গালোরও পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ১৭ রানের মধ্যে সাজঘরে ফেরেন অনুজ রাওয়াত, অধিনায়ক ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলি। বিপর্যয় সামাল দিতে গিয়ে ডেভিড উইলির ২৮ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন।

এরপর শেরফানে রাদারফোর্ডের ৪০ বলে ২৮ ও শাহবাজ আহমেদের ২০ বলে ২৭ রানের দুই ইনিংস থামলে আবারও চাপে পড়ে যায় ব্যাঙ্গালোর। তবে দীনেশ কার্তিকের ৭ বলে ১৪ ও হার্শাল প্যাটেলের ৬ বলে ১০ রানের অপরাজিত দুই ইনিংসে ৪ বল ও ৩ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর।

সংক্ষিপ্ত স্কোর

কলকাতা নাইট রাইডার্স : ১২৮/১০ (১৮.৫ ওভার)
রাসেল ২৫, উমেশ ১৮
হাসারাঙ্গা ২০/৪, আকাশ ৪৫/৩, হার্শাল ১১/২

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ১৩২/৭ (১৯.২ ওভার)
রাদারফোর্ড ২৮, শাহবাজ ২৭
সাউদি ২০/৩ উমেশ ১৬/২

এই বিভাগের অন্য খবর

Back to top button