দুর্ঘটনাসারাদেশ

গোবিন্দগঞ্জ মেলায় সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বারুণীর মেলায় সিলিন্ডার বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হওয়া বেলুন বিক্রেতা মারা গেছেন।

নিহত ফকর উদ্দিনের (২১) গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কোচাশহর এলাকার বাসিন্দা।

বুধবার দিনগত রাত ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার বাবা ফিরোজ মিয়া বলেন, ছেলের মরদেহ এখনো হাসপাতালের মর্গে আছে। বাড়িতে এনে তার দাফনের ব্যবস্থা করা হবে।

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ফুলোহার গ্রামে প্রতিবছর ৩০ মার্চ হিন্দু সম্প্রদায়ের বারুণীর মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় বিক্রির জন্য বেলুনে গ্যাস দিয়ে ফোলানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে তার শরীর থেকে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা মাহবুর রহমান গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠান।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button