থাপ্পরের বিষয়টি এখনো হজম করছি: ক্রিস
অস্কার মঞ্চে সঞ্চালক ও কমেডিয়ান ক্রিস রকের গালে হঠাৎ অভিনেতা উইল স্মিথ থাপ্পর বসানো কে কেন্দ্র করে বেশ হৈচৈ পড়ে যায় বিনোদন দুনিয়ায়। রোববারের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে জনসম্মুখে প্রথমবারের মতো ক্রিস বলেন থাপ্পরের বিষয়টি “এখনো হজম করছি”।
বুধবার রাতে বোস্টনের উইলবার থিয়েটারে ক্রিসের কমেডি শো’তে কয়েক হাজার দর্শকের সামনে তাকে জিজ্ঞাসা করা হয় “তোমার সাপ্তাহিক ছুটি কেমন ছিল?”
এমন প্রশ্নের শুরুতেই স্ক্রিস স্পষ্ট করেন যে, অস্কারের ঘটনা নিয়ে তার বিস্তারিত কিছু বলার পরিকল্পনা নেই।
তারপরও তিনি বলেন, এখন পর্যন্ত যা ঘটেছে তা হজম করছি, যাতে আমি সেই অখাদ্য ঘটনা সম্পর্কে কথা বলতে পারি। এটা গুরুতর হবে। এটা মজার হবে, কিন্তু এই মুহূর্তে আমি কিছু কৌতুক বলতে চাই।
এ সময় ৫৭ বছর বয়সী ক্রিসকে সম্মান জানাতে বোস্টনের মানুষ দাঁড়িয়ে হাততালি দেয়।
এটা নিয়ে বলার মতো আমার কাছে একগুচ্ছ বাজে কথা নেই, তাই যদি আপনি এখানে আসেন…’ এ কথা বলেই থেমে যান অশ্রুসিক্ত ক্রিস।
এদিকে থাপ্পরের ঘটনায় আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছেন ক্রিস।
টিকেট বিক্রির কোম্পানি টিকপিক জানায়, গত এক মাসে তারা ক্রিসের শোর যত টিকেট বিক্রি করেছিল, সোমবার এক রাতে তার চেয়েও বেশি টিকেট বিক্রি হয়েছে।
প্রসঙ্গত, রোববার রাতে অস্কারের পুরস্কার বিতরণী চলার সময় উইল স্মিথের স্ত্রী পিনকেট স্মিথের মাথার চুল নিয়ে রসিকতা করেন কমেডিয়ান ক্রিস রক। অসুস্থ স্ত্রীকে নিয়ে এমন রসিকতা সইতে পারেননি স্বামী উইল স্মিথ। হঠাৎ করে তিনি মঞ্চে উঠে থাপ্পর বসান ক্রিসের গালে। যদিও পড়ে এ জন্য ক্ষমা চান স্মিথ।