বগুড়ায় নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার
বগুড়ায় নিখোঁজ স্কুল ছাত্র ও অটোভ্যান চালক ফাহারুল ইসলাম বিজয়ের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়৷
বিজয় গাবতলী উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের লিটন মিয়ার ছেলে। উপজেলার সোনারায় স্কুলে দশম শ্রেণিতে পড়ালেখা করতো সে।
নিহতের বাবা লিটন মিয়া জানান, তার ছেলে বিজয় পড়াশোনার পাশাপাশি অটোভ্যান চালাতো। বুধবার সকালে অটোভ্যান চালানোর জন্য সে বাড়ি থেকে বের হবার পর থেকে বিজয় নিখোঁজ ছিল। বৃহস্পতিবার ফেসবুকে উদ্ধার হওয়া লাশের ছবি দেখে আমি ছেলের পরিচয় নিশ্চিত হই।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশটি দুপুর ১২ টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কাহালু থানার ওসি আমবার হোসেন বগুড়া লাইভকে জানান, তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা যাবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এসএ