নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩

বগুড়ার নন্দীগ্রামে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ ধর্ষণ মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার রিধইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শাহাদত হোসেন (৪৫), নন্দীগ্রাম কলেজপাড়ার আমির আলীর ছেলে হযরত আলী (৩৫) ও দেলোয়ার হোসেনের ছেলে সুমন আলী (২৫)।

শনিবার বিকালে গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার রিধইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শাহাদত হোসেন। সে শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার রামনগর গ্রামের ২১ বছর বয়সি এক নারীকে বিবাহের প্রলোভন দিয়ে অপহরণ করে।

নন্দীগ্রামে নিয়ে আসার পর রাত আনুমানিক সাড়ে ৯ টারদিকে সে ভুক্তভোগী নারীকে নন্দীগ্রাম কলেজপাড়া-রিধইল রাস্তা দিয়ে রিধইল গ্রামে নিয়ে যাওয়ার পথে কলেজপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে মনির হোসেন (২১), মকছেদ আলীর ছেলে বিজয় (২৪) ও আব্দুল আজিজের ছেলে রাকিবুল ইসলাম (২২) তাদের পথরোধ করে। পরে তারা ওই মহিলাকে ধানক্ষেতের আইলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ওই রাতেই ঘটনায় জড়িতরাসহ কতিপয় মাতব্বর চেষ্টা চালায়।

এরপর ওই মহিলা বাদি হয়ে থানায় ৬ জনের নাম উল্লেখ করে ও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, ভুক্তভোগীর মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

পরর্বতী চার্জশিট দেয়ার জন্য যে সকল প্রস্তুতি রয়েছে তা সম্পন্ন করে মামলার বিচারের জন্য দেয়ার কথা জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button