কাহালু উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ট্রাকচাপায় আইনজীবী নিহত

বগুড়ায় কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক আইনজীবী নিহত হয়েছেন।

নিহত মাহবুবুর রহমান দুপচাঁচিয়া উপজেলার খিয়ালী মধ্যাপড়া গ্রামের মৃত আইজ উদ্দীনের ছেলে। তিনি বগুড়া আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ছিলেন।

শনিবার সকাল ৮টার দিকে বগুড়া-সান্তাহার সড়কে কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাহবুবুর রহমান মোটরসাইকেলে গ্রামের বাড়ি থেকে বগুড়ায় যাবার সময় পথিমধ্যে স্পিডব্রেকারে গতি কমিয়ে দেন। এ সময় পেছন থেকে বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া বার জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিয়াজুল জান্নাত প্রিন্স জানান, সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমানের মৃত্যুতে বগুড়া জেলা আইনজীবী সমিতি শোকাহত। তার প্রতি সম্মান রেখে রোববার আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে পলাতক রয়েছে চালক ও হেলপার। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button