নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর
বগুড়ায় ভাইয়ের হাতে আরেক ভাই খুন

বগুড়ার নন্দীগ্রামে বাড়ীর সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে ভাই-ভাতিজার হামলায় একজন নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত মানিক শাহ্ (৩৮) উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি এলাকার ময়েন শাহ্’র ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, মানিক শাহ্ তার বাড়ীর সীমানায় সজিনার গাছ লাগাতে চায়লে চাচাতো ভাই জাহাঙ্গীর শাহ্ তার ছেলে রুহুল আমিন ও রুহুল আমিনের শালক মতালেব হোসেনের সাথে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তারা কিল-ঘুষি ও লাঠি দিয়ে মানিকের উপর আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লাশ মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে। মামলা দায়ের প্রস্তুতিসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এসএ