বগুড়ায় গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে দলবদ্ধ ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বিজয় নন্দীগ্রাম কলেজ পাড়ার মকছেদ আলীর ছেলে।
রোববার বিকেল ৪টার দিকে থানার বগুড়া খোকন পার্ক এলাকা তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, ১ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে উপজেলার রিধইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শাহাদত হোসেন বগুড়ার শেরপুর উপজেলার রামনগর গ্রামের ২১ বছর বয়সি এক মহিলাকে বিবাহের প্রলোভন দিয়ে অপহরণ করে নন্দীগ্রামে নিয়ে আসে।
রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে সে ওই মহিলাকে নন্দীগ্রাম কলেজপাড়া-রিধইল রাস্তা দিয়ে রিধইল গ্রামে নিয়ে যাওয়ার পথে কলেজপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে মনির হোসেন (২১), মকছেদ আলীর ছেলে বিজয় (২৪) ও আব্দুল আজিজের ছেলে রাকিবুল ইসলাম (২২) তাদের পথরোধ করে ওই মহিলাকে ধানক্ষেতের আইলে নিয়ে গিয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে ওই মহিলা বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ, ধর্ষণের একটি মামলা দায়ের করে।
থানার উপপরিদর্শক নুর আলম গ্রেপ্তারের বিষটি নিশ্চিত করেছেন।
এসএ