দুর্ঘটনাসারাদেশ

ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো বাবা-ছেলের

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহতরা হলেন,  মকবুল খাঁ (৫০) ও তার ছেলে মাসুদ খাঁ (১২)। তাদের বাড়ি শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামে। 

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

আহতরা হলেন, মকবুল খাঁর আরেক ছেলে রিপন খাঁ (১৩) ও তার শ্যালকপুত্র তানভির হোসেন (৭)। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসাধীন। 

জানা যায়, মকবুল খাঁ তার দুই ছেলে ও শ্যালকের পুত্রকে নিয়ে বাড়ির পাশে হাওরের কান্দায় বন কাটছিলেন। হাওরে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মকবুল খাঁ ও তার ছেলে মাসুদ খাঁ মারা যান। আহত হন রিপন ও তানভীর। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। 

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, হাওরের কান্দায় বন কাটার কাজ করার সময় বজ্রাঘাতে বাবা ও ছেলে মারা যান। পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button