কাহালু উপজেলাপ্রধান খবর
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহত ফাল্গুনি (২২) কাহালু পৌর সদরের টিএনটির এলাকার অরুণ কুমার মোহন্ত রকির স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা ১২টার দিকে ভ্যানযোগে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন ফাল্গুনি রাণী। পথে কাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই ভ্যানকে সান্তাহার থেকে বগুড়াগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন ফাল্গুনি।
পুলিশ জানায়, নিহত নারীর মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।