প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা
বগুড়ার যমুনায় নিখোঁজ ভাই-বোনের মধ্যে বোনের মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনায় গোসলে নেমে নিখোঁজ নীরা খাতুনের(১২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনো খোঁজ মেলেনি নীরার ভাই জিসান মিয়ার।
মঙ্গলবার সকাল ৭টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সোমবার দুপুর একটার দিকে স্কুল শেষে উপজেলার যমুনায় গোসলে নেমে দুই ভাই-বোন নীরা খাতুন ও জিসান মিয়া নিখোঁজ হয়। তারা ওই এলাকার মোর্শেদুল সরকারের সন্তান।
সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে নীরার মরদেহ পাওয়া গেছে। জিসানের সন্ধান এখনো পাওয়া যায়নি।
তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এসএ