![](https://boguralive.com/wp-content/uploads/2022/04/IMG_20220420_134543_copy_700x400.jpg)
কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে রীনা আকতার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ঝরঝরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রীনা আকতার ওই এলাকার শাহ আলমের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে কালবৈশাখী ঝড়ে বাড়ির ওপর একটি গাছ উপড়ে পড়ে। এতে চাপা পড়ে রীনা আকতার। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক ককর্মকর্তা বলেন, গাছ ভেঙে পড়ে তার মাথায় আঘাত পায়। হাসপাতালে আনার পূর্বেই ওই মহিলা মারা গেছেন।