নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর
বগুড়ায় কালবৈশাখী ঝড়ে নিহত এক

বগুড়ায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত রেজাউল হোসেন (৪৫) নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের মৃত এছার উদ্দিনের ছেলে।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে জেলায় মৌসুমের প্রথম কাল বৈশাখী ঝড় শুরু হয়।
ভাটগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য কামরুজ্জামান জানান, ভোর রাতে ঝড়-বৃষ্টি শুরু হলে রেজাউল ও তার স্ত্রী বাড়ির উঠানে গোবর দিয়ে তৈরি করা লাকড়ি ঘরে উঠাচ্ছিলেন। এ সময় সজিনা গাছের একটি মোটা ডাল রেজাউলের মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন জানান, বুধবার ভোর ৪টা থেকে ঝড় এবং বৃষ্টিপাত শুরু হয়। মৌসুমের শুরুতে বৃষ্টিপাত হয় সকাল ৭টা ১২ মিনিট পর্যন্ত। এ সময় ২৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এসএ