ফিচারসারাদেশ

২ প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করলেন এক যুবক

ঘটা করে একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুলেন প্রেমিক।

বুধবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

প্রেমিক রনি ওই এলাকার যামিনী চন্দ্র বর্মনের ছেলে। রনির প্রথম স্ত্রী ইতি একই ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে। দ্বিতীয় স্ত্রী মমতা লক্ষীদ্বার গ্রামের টোনোকিসর রায়ের মেয়ে।

জানা যায়, ইতি রানীর (২০) সঙ্গে রোহিনী চন্দ্র বর্মন রনির (২৫) প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। এক পর্যায়ে তারা গোপনে মন্দিরে গিয়ে বিয়ে করেন।

এর কিছুদিন পর নতুন করে মমতা রানী (১৮) নামে আরেক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রনির। প্রেমের সূত্রে মমতার সঙ্গে রাতে দেখা করতে গিয়ে ধরা পড়ে যান রনি। এরপর ১৩ এপ্রিল মমতা ও রনির বিয়ের আয়োজনের খবর পেয়ে আগের স্ত্রী ইতি রনির বাড়িতে অনশন শুরু করেন।

বিষয়টি জানতে পেরে তিন পরিবারের উপস্থিতিতে ঘটা করে পারিবারিকভাবে এক বরের সঙ্গে দুই প্রেমিকার বিয়ে দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২০ এপ্রিল রাতে রনির বাড়িতে আনুষ্ঠানিকভাবে দুই বিয়ে একসঙ্গে সম্পন্ন হয়।

এ বিষয়ে রনির বাবা যামিনী চন্দ্র বর্মনের বলেন, দুইজনকে একসঙ্গে ঘরে তুলতে আমাদের আপত্তি ছিল না। তবে আগের বিয়ের বিষয়ে যেহেতু জানা ছিল না, তাই নতুন করে আমি আবার বিয়ের আয়োজন করেছি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button