বগুড়ায় শালিসী বৈঠকে নারীকে মারপিট, ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় শালিসী বৈঠকে রুবি বেগম নামে এক মহিলাকে মারপিটের অভিযোগে তরিকুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে সারিয়াকান্দির নারচী ইউনিয়নের গনকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তরিকুল ওই এলাকার নারচী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য।
জানাগেছে, সারিয়াকান্দির ধাপ গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে জ্বিনের বাদশা নামে পরিচিত কবিরাজ আব্দুল খালেক। তিনি মালোপাড়ার রুবি নামে এক মহিলাকে ধর্ম মেয়ে বানায়।
শুক্রবার দিবাগত রাতে কবিরাজ আব্দুল খালেক ধর্ম মেয়ের বাড়িতে যায় এবং ওই এলাকার সব বাড়ি বিল্ডিং হবে জানিয়ে ঘরের আলাদা রুমে ধ্যানে বসেন। ধ্যানে সফল হওয়ার জন্য শেষ রাতে রুবির যুবতী মেয়েকে খালেক কবিরাজ ওই রুমে ডেকে নেয়।
সকাল ৭টার দিকে ইউপি সদস্য তরিকুল লোকজনসহ তাদের বাড়িতে গিয়ে কবিারাজ আব্দুল খালেক এবং মেয়েটিকে আটক করে। এরপর তাকে উত্তম মাধ্যম দেয়া হয় ।
বিষয়টিকে কেন্দ্র করে বিশু প্রামানিকের বাড়িতে তরিকুল মেম্বার ও হুমায়ুন মেম্বারের নেতৃত্বে শালিসী বৈঠক বসে ।
শালিসী বৈঠকে কবিরাজ আব্দুল খালেকের ৫০হাজার টাকা জরিমানা ও মারপিট শেষে কান ধরে ওঠাবসা করে ছেড়ে দেয়া হয় । এরপর লাঠি দিয়ে রুবি বেগমকে বেদম মারপিট করেন ইউপি সদস্য তরিকুল ইসলাম।
একজন মহিলাকে শালিসী বৈঠকে প্রকাশ্যে মারপিট করার কারণ জানতে চাইলে তিনি গর্ব করে বলেন, আমি তিন বারের নির্বাচিত ইউপি সদস্য আমার ওয়ার্ডে কিভাবে বিচার হবে সেটা আমার বিষয় ।
বিষয়টি নিশ্চিত করে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন , এ ব্যাপারে রুবি বেগম বাদী হয়ে ইউপি সদস্য তরিকুল ইসলামকে প্রধান আসামী করে থানায় মামলা করলে তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এসএ