জাতীয় ও স্থানীয় চাহিদা নিরুপণে বগুড়ায় প্রাক বাজেট সংলাপ অনুষ্ঠিত

বগুড়ায় গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা কমিটি এবং পল্লী উন্নয়ন প্রকল্পের (পিইউপি) আয়োজনে বাজেটে জাতীয় ও স্থানীয় চাহিদা নিরুপণে প্রাক বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের ওয়াইএমসিএ অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান সমন্বয়কারী শেখ মোঃ আবু হাসানাত সাঈদ এর সার্বিক ব্যবস্থাপনায় ওয়ার্কশপে সভাপতির বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন বগুড়া জেলা শাখার সভাপতি ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর।
এছাড়াও সভায় বিভিন্ন সুপারিশ প্রদানের মাধ্যমে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, মালতিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, ওয়াইএমসিএ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী, ইনডিপেনডেন্ট টিভির উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, দৈনিক জনকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার সমুদ্র হক, গাক বগুড়ার পরামর্শক মোবারক হোসেন তালুকদার, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, এনজিও ফোরাম বগুড়ার রিজিওনাল ম্যানেজার ড. রেজওয়ানুল করিম, স্বপ্ন বগুড়ার নির্বাহী পরিচালক জিয়াউর রহমান, ব্লাষ্ট বগুড়ার সমন্বয়কারী এ্যাড: আশরাফুন্নাহার স্বপ্না, সাংস্কৃতিক কর্মী নিভা সরকার পূর্ণিমা, সাবেক পৌর কাউন্সিলর কানিজ রেজা, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, জাহেদুর রহমান, উজ্জ্বল প্রাং, জিনাত জেরিন প্রমুখ।
সভায় দেশের সামগ্রিক বাজেটে ভৌগোলিক অবস্থা বিবেচনায় প্রয়োজন অনুসারে বাজেট বরাদ্দের আহ্বান জানানো হয়। শুধু তাই নয় তৃণমূল পর্যায়ের চাহিদা বিবেচনায় রেখে কৌশলপত্রের আলোকে বাজেটের সুষ্ঠু বরাদ্দের বিষয়েও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। আয়ের মাঝে বৈষম্য দূর করে খেঁটে খাওয়া মানুষের উন্নয়নের লক্ষ্যে টেকসই বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের সুপারিশ করা হয় সভায়। যেখানে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিখাতে গুরুত্ব প্রদানের কথা বলা হয়েছে।
এছাড়াও স্থানীয় চাহিদা হিসেবে বগুড়ার প্রেক্ষাপটে সভায় অংশগ্রহণকারীরা দ্রুততম সময়ে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন ও বিমানবন্দর চালু করতে বাজেট বরাদ্দ করা, করতোয়া নদী পুনঃখনন করে নদীকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বাজেটে বরাদ্দ দেয়াসহ বগুড়ার সামগ্রিক উন্নয়নে তৃণমূলের সাধারণ মানুষের মতামত নেয়ার প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানানো হয়।
সভায় ভিডিও উপস্থাপনা সহ সার্বিক পরিচালনায় ছিলেন পিইউপি বগুড়ার কর্মসূচী সমন্বয়কারী মাশরুকুল ইসলাম স্বরণ এবং প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিন।
এসএ