বগুড়ায় তৃতীয় লিঙ্গদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

বগুড়ায় তৃতীয় লিঙ্গদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহীদ খোকন পার্কে বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য রুমানা আজিজ রিংকির নিজস্ব অর্থায়নে এসব ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন, আপনারা যারা তৃতীয় লিঙ্গ আছেন, সবারই সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে।
আপনারা এদেশের নাগরিক। নাগরিক সেবা শতভাগ নিশ্চিতকরণে এ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের বিষয়ে আন্তরিকভাবে কাজ করতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাসস্থানের পাশাপাশি আপনাদের কর্মস্থান সৃষ্টির কাজও চলছে।
ইতিমধ্যে অনেককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সামনে আরো প্রশিক্ষণ দেয়া হবে।
রুমানা আজিজ রিংকি আরো বলেন, আপনাদের আবাসভূমিরও ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান আবাসভূমির ব্যবস্থা হওয়ার ফলে আপনারা যারা সমাজে অবহেলিত, করুনার পাত্র ও মর্যাদাহীন ছিলেন, বর্তমানে সমাজের উন্নয়নের মূল স্রোতধারায় আপনাদের অংশীদারিত্ব বর্তমান সরকার নিশ্চিত করেছেন।
আপনাদের পরিসংখ্যান করে প্রত্যেককে জমি ও ঘর তৈরি করে দিতে এ সরকার বদ্ধপরিকর। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন।
এসএ