ঈদে বাড়ি ফেরা হলো না শান্তনার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়ায় ট্রাক চাপায় শান্তনা খাতুন (২৬) নামে এক গার্মেন্টস কর্মী মারা গেছেন।
শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন তার স্বামী আব্দুল মাজেদ (৪০) ও মেয়ে মাকসুদা খাতুন (৬) । স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত শান্তনার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সুবাইল সরকার গ্রামে।
পুলিশ জানান, মোটরসাইকেলযোগে আব্দুল মাজেদ তার স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে ঈদ করতে ঢাকা থেকে নিজ বাড়ি গাইবান্ধা যাচ্ছিলেন। পথে মধ্যে তারা পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিলে শান্তনা বেগম ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।