আগামীকাল ঈদ। প্রিয়জনের সাথে ঈদ করতে এরমধ্যেই রাজধানী ছেড়েছেন অনেক মানুষ। শেষ সময়েও নগরী ছাড়ছেন অনেকে।
ঈদযাত্রার শেষ দিনে মহাসড়কে যানবাহনের চাপ যেমন নেই, তেমনি নেই যাত্রী চাপও। দুই বছরের চারটি ঈদ কেটেছে করোনার বিধিনিষেধের মধ্যেই।
এবার সংক্রমণ কমে আসায়, ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন অনেকেই। তাই, শংকা ছিল যানজটের। কিন্তু এবার সড়কে উল্টো চিত্র।
অন্যান্য বছর ঈদের আগের দিন সড়কে যানবাহনের যে দীর্ঘ সারি দেখা যায়, তা এবার নেই বললেই চলে। স্বস্তির ঈদযাত্রায় এবার ঈদ করতে বাড়ি ফিরছেন মানুষ।
রেলপথেও একই চিত্র। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুরেও নেই যাত্রীর চাপ। তবে, যাত্রী চাপ না থাকলেও, দেরিতে ছেড়েছে বেশ কয়েকটি ট্রেন।
কমলাপুর স্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ছেড়েছে নির্ধারিত সময়ের দুঘণ্টা পরে। আর সুন্দরবন এক্সপ্রেস ছেড়েছে এক ঘণ্টা পরে।
এছাড়া বাকি ট্রেন স্টেশন থেকে ছেড়ে গেছে সময় মেনেই। ট্রেন দেরিতে ছাড়লেও, বাড়ি যেতে পেরে খুশি যাত্রীরা। আর স্বল্প সময়ের বিলম্বকে তারা সহনীয় হিসাবেই মেনে নিচ্ছেন।
এবার ৩০ রোজা হওয়ায় সুবিধা হয়েছে বলে মনে করছেন তারা। আগাম টিকেট না পাওয়ায়, বাড়ি ফেরা নিয়ে যারা শঙ্কায় ছিলেন, তারাই আজ নিশ্চিন্তে গন্তব্যের দিকে রওনা হয়েছেন।
এদিকে ঈদের আগে দিনে সদরঘাটে যেমনটা ভিড় থাকে এবার তেমনটা নেই। বরং ভোর থেকে যাত্রীর অপেক্ষায় লঞ্চগুলো। মালিকরা একটু হতাশই এবারের যাত্রী সংখ্যা নিয়ে।
লঞ্চ মালিকরা বলছেন, এবার ঈদে দীর্ঘ ছুটির কারণেই যাত্রীর চাপ কম। ঈদের আগের দিন ৪৩ রুটে অধিকাংশ লঞ্চই সদরঘাট থেকে ছেড়ে গেছে যাত্রীদের দীর্ঘক্ষণ বসিয়ে রেখে।
যদিও এসবে তেমন নজরদারি নেই বিআইডব্লিউটিএ’র। ঢাকা-বরিশাল-ঢাকায় চলাচল করা পারাবত-৯ লঞ্চের যাত্রীদের অভিযোগ, ভোর ছাড়ার কথা থাকলেও বারবার পিছিয়েছে।
ঈদের আগের দিন সোমবারও যানবাহনের চাপ নেই শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটে। শিমুলায় লঞ্চ যাত্রীদের চাপ থাকলেও পাটুরিয়ায় নেই।
শিমুলিয়ায় সকাল আটটা পর্যন্ত পার্কিং ইয়ার্ড জুড়ে মাত্র ২৫টির মতো ব্যক্তিগত গাড়ি ছিলো। গেলো কয়েক দিনের মতো কাটা সার্ভিসের যাত্রীদের নামতে হচ্ছে না কয়েক কিলোমটার দূরে।
গাড়ির চাপ না থাকায় লোকাল বাসগুলো যাত্রীদের নিয়ে ঘাটে চলে আসতে পারছে। আর এতে দূর্ভোগ কমেছে যাত্রীদের। তবে বেলা বাড়ার সাথে সাথে লঞ্চ ঘাটে যাত্রী চাপ বাড়ছে।
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও যাত্রী ও যানবাহনের চাপ নেই। সরকারিভাবে ট্রাক পারাপার বন্ধ থাকলে কর্তৃপক্ষ ট্রাক পারাপর করছেন।
এসএ