![](https://boguralive.com/wp-content/uploads/2022/05/bojropat-1.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার কবর জিয়ারতরত অবস্থায় বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার দুর্গাপুরে এ ঘটনা ঘটে। রনি একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, ঈদের নামাজ আদায় শেষে খড়মপুর কবরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করছিলেন রনি। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।
এরপর তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই রনি মারা গেছেন।