![](https://boguralive.com/wp-content/uploads/2022/05/InShot_20220507_222206027_copy_700x400.jpg)
কক্সবাজার চকরিয়ার পেকুয়ায় টমটম গাড়ির চাকার সাথে ওড়না পেঁচিয়ে নুসরাত জাহান বৃষ্টি (৩০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে চকরিয়া থেকে পেকুয়া উপজেলার মগনামায় বেড়াতে যাওয়ার সময় বরইতলী-মগনামা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় তার সাথে দুই সন্তানও ছিল।
নিহত নুসরাত চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সেকান্দর পাড়ার মাস্টার আবুল কাশেমের মেয়ে।তিনি বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, শনিবার দুপুরে আত্মিয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল নুসরাত জাহান ও তার দুই সন্তান। পথিমধ্যে টমটম গাড়ির চাকার সাথে নুরসাতের ওড়না পেঁচিয়ে যায়। এক পর্যায়ে সে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয় লোকজন উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষিকা নুসরাতর মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।