প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা

বগুড়ার যমুনায় বেড়াতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েনবাঁধে বেড়াতে এসে যমুনায় গোসল করতে নেমে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ শিশু এস এম মুঘ নিউ আলী ছোট (১৪) বগুড়া সদরের জলেশ্বরীতলা নূর মসজিদ লেনের মোহাম্মদ আলীর ছেলে। সে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।

জানা গেছে, ওই শিশু তার মা বাবা আত্মীয় স্বজনসহ ১২ জনের একটি দলের সাথে শনিবার (৭ মে) দুপুরে সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েনবাঁধে বেড়াতে আসে। তারা একটি নৌকা রিজার্ভ ভাড়া করে যমুনা নদীর মাঝপথে বেড়াতে থাকে। আছরের নামাজের সময় কালিতলা গ্রোয়েনবাঁধের পূর্ব দক্ষিণ পাার্শে বাটির চরের এক ডুবোচরে তারা গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে শিশুটি পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। 

শিশুটির মামি জানান, আমাদের দলের আমরা কেউই সাঁতার জানি না। তাই তাকে আমরা রক্ষা করতে পারিনি।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, রাজশাহী ডুবুরি দলকে ডাকা হয়েছে। তারা পৌঁছানোর পর শিশুটির উদ্ধারে কাজ শুরু করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button