প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা

বগুড়ার যমুনায় নিখোঁজের প্রায় ২ দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ২ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত এস এম মুঘ নিউ আলী ছোট (১৪)
বগুড়া সদরের জলেশ্বরীতলা নূর মসজিদ লেনের মোহাম্মদ আলীর ছেলে। সে ছোট বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।

সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে চরবাটিয়া ডুবোচর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে ওই শিশু তার মা বাবাসহ ১২ জনের একটি দলের সাথে ৭ মে দুপুরে সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েনবাঁধে বেড়াতে যায়। তারা একটি নৌকা রিজার্ভ করে যমুনা নদীর মাঝপথে আছরের নামাজের সময় গ্রোয়েনবাঁধের পূর্ব দক্ষিণ পার্শে চরবাটিয়া এক ডুবোচরে তারা গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে শিশুটি পানিতে ডুবে যায়।

অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে রাজশাহী থেকে ডুবুরি দল ৩০ ঘন্টার অভিযান শেষে নিখোঁজ হওয়ার স্থান থেকে ১৫০ গজ দূর থেকে তার মরদেহ উদ্ধার করে।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দিন বলেন, ৩০ ঘন্টা অভিযান শেষে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button