কাহালু উপজেলাপ্রধান খবর

বগুড়ায় কলেজছাত্রীকে প্রকাশ্যে জড়িয়ে ধরায় যুবক গ্রেফতার

বগুড়ার কাহালুতে কলেজছাত্রীকে রাস্তায় প্রকাশ্যে জড়িয়ে ধরে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত পান্না আকন্দ (২০) উপজেলার দোগাছি গ্রামের জাহাঙ্গীর আকন্দের ছেলে। মঙ্গলবার বিকালে মুরইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবার থানায় অভিযোগ দিলে অভিযুক্ত পান্নাকে গ্রেফতার করা হয়।

বুধবার তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button