বগুড়ায় মুক্তিপণ চেয়ে শিশু অপহরণ, গ্রেফতার ২

বগুড়া সারিয়াকান্দিতে মুক্তিপণ চেয়ে একটি শিশুকে অপহরণের পর শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন সারিয়াকান্দি থানা পুলিশ। সেইসাথে ২ জন অপহরণকারীকে গ্রেফতার করেছেন তারা।
গ্রেফতারকৃতরা হলেন-হাটফুলবাড়ী রামনগর মন্ডলবাড়ী গ্রামের মৃত ফুলবাবুর ছেলে গোলাম আযম ডন (৩১), এবং একই ইউপির আমতলী দক্ষিণ পাড়ার আব্দুল মতিনের ছেলে রিয়াজ মোল্লা ওরফে রাজিব মোল্লাকে (২০) গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ফুলবাড়ী ইউনিয়েনের ফুলবাড়ী বাজার সংলগ্ন সেতুর পূর্ব পার্শ্বের পাকা রাস্তার উপর হতে হাটশেরপুর ইউপির নয়াপাড়ার আব্দুল হান্নানের পুত্র রনি মিয়াকে (১৬) অপহরণ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান মুক্তিপণের দাবিতে রনি মিয়াকে অপহরণ করে তাদের নিজ বাড়ীতে আটকে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে সারিয়াকান্দি থানা পুলিশ ঐদিন রাতে রনিকে অপহরণকারীদের বাড়ী হতে উদ্ধার করে সেইসাথে অপহরণকারীদের গ্রেফতার করে।
এ ঘটনায় রণির বড় ভাই বাদী হয়ে অপহরনকারীদের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করে।
সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, অপহরণকারীদের বুধবার সকালে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএ