কাহালু উপজেলাপ্রধান খবর
বগুড়ায় ৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

বগুড়া কাহালুতে অবৈধভাবে ৬ হাজার লিটার সয়াবিন তেল মজুদ করায় আরিফুল ইসলাম আরিফ নামে এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১১ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযান পরিচালনা করে তেল জব্দ করার পর ওই ব্যবসায়ীকে জরিমানা করেন।
ইফতেখারুল আলম রিজভী বলেন, জব্দকৃত তেল ১৬০ টাকা লিটার হিসেবে ভোক্তাদের মাঝে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।