দুর্ঘটনাপ্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া জেলার শেরপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

১৩ মে (শুক্রবার) ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে উপজেলার সীমাবাড়ী-রাণীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মোটরসাইকেলটি ভাড়ায় যাত্রী বহন করছিল।

নিহত মোটর সাইকেল চালক উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের শরত আলীর ছেলে বেলাল হোসেন (৫২) ও যাত্রী উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪২)।

এলাকাবাসী জানান, কোচচালক ফজর আলী ডিউটি শেষ করে রাতে চান্দাইকোনা এসে বাড়ি ফেরার উদ্দেশ্যে মোটর সাইকেল ভাড়া করে। বাড়ি ফেরার পথে জামনগর এলাকায় এসে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়লে দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শেরপুর থানা পুলিশ জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ আত্মীয়রা এসে নিয়ে গেছে। কোন পরিবহন তাদেরকে চাপা দিয়েছে তা সনাক্ত করা সম্ভব হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button