দুর্ঘটনাসারাদেশ

বজ্রপাতে দুটি গরুর মৃত্যু, গরু দুটিই ছিল বৃদ্ধার শেষ সম্বল

স্বামীহারা বৃদ্ধা হুসনা বেগম (৫৫)। অন্যের বাড়িতে কাজ করতেন তিনি। কষ্ট করে জমানো টাকা দিয়ে দুটি গরু কিনেছিলেন। সব স্বপ্ন ছিল গরুগুলোকে নিয়ে। কিন্তু আজ বজ্রপাতে দুটি গরু মারা গেছে। গরু দুটি হারিয়ে দিশেহারা তিনি।

শুক্রবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর কালিয়াকৈর উপজেলার সকাস্বর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই বিধবার কোনো জায়গা জমি নেই। অন্যের বাড়িতে কাজ করে টাকা জমিয়ে দুটি গরু কিনেছিলেন। আজ বিকেলে গরু দুটি স্কুলের মাঠে ঘাস খাচ্ছিল। এসময় বজ্রপাত হলে গরুগুলো মারা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকপি ইবনে সাজ্জাদ বলেন, ক্ষতিগ্রস্ত বৃদ্ধা লিখিত আবেদন করলে সরকার কর্তৃক সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button