![](https://boguralive.com/wp-content/uploads/2022/05/News-Icon-accident_copy_770x450.jpg)
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় চাঁন মিয়া (৪০) নামে এক ভ্যানচালক মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন।
![](https://boguralive.com/wp-content/uploads/2022/05/Joypurhat-Accident-Killed-pic-17.5.2022-1.jpg)
মঙ্গলবার (১৭ মে) বেলা সাড়ে ১০ টায় ক্ষেতলাল উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের মাটির ঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাঁন মিয়া সদর উপজেলার কোমরগ্রাম দরগাপাড়ার কেরামত আলীর ছেলে।
জানা যায়, চাঁন মিয়া কোমরগ্রাম থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে ধান নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন বিক্রির জন্য। পথে মাটির ঘর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগ্রামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সড়ক থেকে ছিটকে পড়ে চাঁন মিয়ার এক পা অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত চান মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। এখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা যাওয়ার পথে বিকালে মারা যান চাঁন মিয়া।
পুলিশ জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।