কাহালু উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ট্রাকচাপায় ২ যুবক নিহত

বগুড়া জেলার কাহালু‌ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে বগুড়া -নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার বারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত হন আরো এক যুবক।

নিহতরা হলেন, আব্দুল্লাহ (২৫), তিনি নওগাঁ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। অপরজনের পরিচয় জানা যায়নি।

আহত ব্যক্তির নাম সাগর হো‌সেন (২৮)। তি‌নি নওগা সদর উপ‌জেলার হা‌বিব সা‌কিদা‌রের ছে‌লে।

জানা গে‌ছে, তিন যুবক মোটরসাইকেলযোগে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে বারমাইল এলাকায় গার্ডেন ভিউ হোটেলের সামনে মোটরসাইকেলটি বগুড়াগামী একটি কোচের ধাক্কা খায়। এতে তিন যুবক মহাসড়কে পড়ে গেলে একটি ট্রাক তাদের চাপা দিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবক মারা যায়।

গুরুতর আহত অপর এক যুবককে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

পুলিশ জানায়, নিহত দুজনের মধ্যে একজনের পকেটে থাকা কাগজ অনুযায়ী তার নাম আব্দুল্লাহ বলে জানা গেছে। মরদেহ দুইটি পুলিশ হেফাজতে রয়েছে।

আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তার চি‌কিৎসা চল‌ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button