দুর্ঘটনাপ্রধান খবরসারাদেশ

বগুড়া-নাটোর মহাসড়কে ট্রলিচাপায় স্কুল শিক্ষক নিহত

নাটোরের সিংড়া উপজেলায় ট্রলিচাপায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিক্ষকের নাম মো. আইয়ুব আলী (৩২)। তিনি ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের আকবর আলী হাজীর ছেলে ও চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, সোমবার সকাল ১০টার কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রলি স্কুল শিক্ষক মো. আইয়ুব আলীকে ধাক্কা দেয়। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

পুলিশ জানান, এ ঘটনায় ট্রলি ও এর চালককে আটক করেছে পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button