বিনোদন

টলিউডের আরো এক অভিনেত্রীর রহস্যমৃত্যু

পল্লবী দে’র রহস্যময় মৃত্যুর পর আরো এক জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল বিদিশা দে মজুমদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

২৫ মে সন্ধ্যায় দমদমের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার তদন্তে নেমেছে নাগেরবাজার পুলিশ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, এটি কি হত্যা নাকি আত্মহত্যা— সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করতে পারে নি পুলিশ।

এছাড়া পুলিশ সূত্রে জানা গেছে , ২১ বছর বয়সী বিদিশা মানসিক বা পেশাগত চাপের মধ্যে ছিলেন কিনা আঁচ করতে পারেনি তার পরিবার। আর জি কর মেডিক্যাল কলেজে অভিনেত্রীর ময়নাতদন্ত হবে বলে জানা গেছে।প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করা হলেও, অন্য কোনও আঙ্গিক এখনই উড়িয়ে দেয়া হচ্ছে না।

বিদিশার প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, দেড় মাস আগে ওই এলাকার ভাড়া বাড়িতে থাকতে এসেছিলেন বিদিশা এবং তার পরিবার। মৃত্যুর কারণ নিয়ে তাদের কাছেও ধোঁয়াশা রয়েছে।

মূলত চার বছর ফ্যাশন শুটের দুনিয়ায়। আয় ভালই ছিল। ফ্যাশন শুটের পাশাপাশি নানা অনুষ্ঠানে অংশ নিতেন বিদিশা দে মজুমদার। নিয়মিত মডেলিং করতেন তিনি । এর পাশপাশি ‘ভাঁড়: The Clown’ নামে এক ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button