প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত এনামুল হক (৩০) হাপুনিয়া কলোনি এলাকার মোতালেবের ছেলে। বৃহস্পতিবার সকাল ৯ টাযর গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সাত বছর আগে হাপুনিয়া এলাকার এক মহিলাকে ছুরিকাঘাত করে হত্যা করায় সেই মামলায় তিন বছর কারা ভোগ করে। ৪ বছর হয়েছে সে জামিনে মুক্তি নিয়ে আসার পর থেকে মানসিক ভারসাম্যহীন ভাবে এলাকায় চলাফেরা করে।

এ বিষয়ে নিহতের খালা জাহানারা খাতুন জানান, সে মানসিক ভারসাম্যহীন ছিল। তাকে একটি টিনের ঘর দেওয়া হয়েছিল সেই ঘরটি সে` বিক্রি করে ফেলেছে। পরে আবারো একটি ছোট্ট কুঁড়ে ঘর দেয়া হয়েছে সারারাত বাজার এলাকায় ঘোরাফেরা করে সকাল বেলা বাড়িতে এসে সে ওই কুঁড়েঘরে ঘুমাতো। আজ সকালে সে আর বাড়িতে ফেরেনি। সকাল সাড়ে আটটায় এলাকাবাসী তার লাশ দেখে আমাকে খবর দেয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহে গলায ছুরির আঘাত ও পেটে ছুরির আঘাত পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button