বগুড়ায় চালের মিলে অভিযান: ১ লাখ ৭২ হাজার টাকা জরিমানা
চালের মূল্য নিয়ন্ত্রণে বগুড়ার তিনটি মিলে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিন মিল মালিককে এক লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার।
বুধবার দুপুর ১ থেকে ৫টা পর্যন্ত সদর উপজেলার চারমাথা ও নামুজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মার্কেটিং অফিসার, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশ ও এপিবিএন এর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদের
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন মিলে অভিযান চালানো হয়। অভিযানে কৃষি বিপণন আইন -২০১৮ অনুযায়ী মেসার্স কিবরিয়া এগ্রো ইন্ডাস্ট্রিজকে অতিরিক্ত পণ্য মজুদ করায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অতিরিক্ত পণ্য মজুদ রাখায় থ্রি স্টার অটোমেটিক রাইস মিলকে এক লাখ টাকা এবং আরো একটি রাইস মিলকে কৃষি বিপনন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসএ