আইন ও অপরাধ

সাংবাদিক কাজলের বিরুদ্ধে ৩ মামলার কার্যক্রম স্থগিত

ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা তিন মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি ম. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। সাংবাদিক কাজলের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিক কাজলের পক্ষে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত সাংবাদিক কাজলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। পরবর্তীতে ওই অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন সাংবাদিক কাজল। বুধবার ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট তিন মামলার সকল কার্যক্রম স্থগিত করেছেন।

২০২০ সালের ৯ মার্চ রাজধানী ঢাকার শেরে বাংলা নগর থানায় কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মাগুরা-১ আসনের সরকার দলীয় সাংসদ সাইফুজ্জামান শেখর প্রথম মামলা দায়ের করেন।

এরপর ১০ ও ১১ মার্চ হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসমিন আরা ওরফে বেলী এবং সুমাইয়া চৌধুরী বন্যা পৃথকভাবে আরও দুটি মামলা দায়ের করেন।

মামলায় কাজলের বিরুদ্ধে ফেসবুকে মন্ত্রী, সংসদ সদস্য এবং যুব মহিলা লীগের শীর্ষ নেতাদের সম্পর্কে অশালীন, মানহানিকর, আপত্তিকর ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগ আনা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button