আন্তর্জাতিক খবর

নিজেই নিজেকে বিয়ে করছেন এক তরুণী

যাবতীয় রেওয়াজ-রীতি মেনে বিয়ে করবেন তরুণী । তারপর যাবেন হানিমুনেও ।তবে সঙ্গে থাকবেন না স্বামী । এমন শুনে যে কারোই অবাক লাগতে পারে।কিন্তু আরও বড় চমক রয়েছে- কারণ ভারতের গুজরাটের বাসিন্দা এই তরুণী বিয়েটাও একাই করতে চলেছেন।  

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গুজরাটের ভদোদরার বাসিন্দা  ক্ষমা বিন্দু(২৪)।

 কোনও পুরুষকে নয়, নিজেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এটি ভারতের প্রথম সোলোগামি বিয়ে।যেখানে এক ব্যক্তি নিজেকেই নিজে বিয়ে করেন।  

আগামী ১১ জুন নিজেকে বিয়ে করবেন ক্ষমা বিন্দু। ভদোদরার গোত্রির একটি মন্দিরে বিয়ে আয়োজন হয়েছে।

ক্ষমা জানিয়েছেন, আর পাঁচটা বিয়ের মতোই যাবতীয় আয়োজন হবে তার বিয়েতে। বিয়ের পরই গোয়াতে হানিমুনে যাবেন।  

নিজেকেই বিয়ের প্রসঙ্গে ক্ষমার বলেন, আমার বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু বধূ হতে চাইতাম। সেই কারণেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিই।

ক্ষমা জানান, আসলে এর অর্থ নিজেকে ভালোবাসা। আরও বেশি করে গুরুত্ব দেওয়া নিজেকে।  

ক্ষমা বলেন, মানুষ যাকে ভালোবাসে তাকে বিয়ে করে। আমি আমাকে ভালোবাসি। সেই কারণেই এই বিয়ের সিদ্ধান্ত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

এই বিভাগের অন্য খবর

Back to top button