ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ঘরে মায়ের ঝুলন্ত মরদেহ, বিছানায় কাঁদছিল অবুঝ শিশু

বগুড়ার ধুনটে নিজের ঘর থেকে এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাপলা খাতুন (১৯) উপজেলার পারধুনট গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে স্বামীর বাড়ির নিজের ঘর থেকে শাপলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পারধুনট গ্রামের আলমগীর হোসেন প্রায় দুই বছর আগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুইন্দা বাজার এলাকার আব্দুল হান্নানের মেয়ে শাপলা খাতুনকে বিয়ে করেন। তাদের এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর আলমগীর হোসেন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেখানে একটি বাসা ভাড়া নিয়ে থাকেন তিনি। পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে এক বছর ধরে তাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকালে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় পরিবারের লোকজনের। পরে দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে গলায় ওড়না পেঁচানো শাপলার মরদেহ দেখতে পান। পাশের বিছানায় শাপলার অবুঝ শিশুটি কান্না করছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, পরিবারের পক্ষ থেকে এ মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ নেই। ময়নাতদন্তের জন্য শাপলার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button