সারাদেশ

জয়পুরহাটে চেতনানাশক ওষুধ খাইয়ে বন্ধুর মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার এক

জয়পুরহাটের পাঁচবিবিতে চেতনানাশক ওষুধ খাইয়ে বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় হায়দার আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুন) সকালে উপজেলার গোড়না এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হায়দার আলী পাঁচবিবি উপজেলার বিনশিরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানান, ‘হায়দার আলী কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে বন্ধু ও তার মেয়েকে খাইয়ে দেন। কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে পড়লে বন্ধুর স্কুলছাত্রী মেয়েকে পাশের রুমে নিয়ে ধর্ষণ করেন।’

স্থানীয়রা আহতাবস্থায় বাবা-মেয়েকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে হায়দার আলীকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button