সারাদেশ

দুদক কার্যালয়ে আগুন: ফাইল ও আসবাবপত্র পুড়ে ছাই

খুলনা বিভাগীয় কার্যালয়ের তৃতীয় তলায় ছয়টি কক্ষে আগুন লেগে ফাইল ও আসবাবপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ভবনের জানালা হতে ধোঁয়া বের হতে দেখে পার্শ্ববর্তী দমকল বিভাগের দুটি ইউনিট ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

দুদক খুলনা কার্যালয়ের উপপরিচালক আব্দুল ওয়াদুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল ওয়াদুদ বলেন, “বিকেল ৫টায় অফিস ছুটি হওয়ায় বেশিরভাগ কর্মী বাসায় চলে গিয়েছিলেন। হঠাৎ তৃতীয় তলায় শব্দ এবং পরে ধোঁয়া দেখে পাশেই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে দরজার তালা এবং জানলার কাঁচ ভেঙে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নেভায়।

বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এই বিভাগের অন্য খবর

Back to top button