চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় প্রাইভেট আইসিটি বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (৪ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কদমরসুল এলাকার ওই কনটেইনার ডিপোতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
সংশ্লিষ্টরা জানান, রাতে একটি কনটেইনারে আগুন লাগে। পরে সেটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ডিপোর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আসিনুর রহমান সাংবাদিকদের জানান, বিএম কনটেইনার ডিপোতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্র জানায়, ইতোমধ্যে আহতদের অনেককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। এখনও হতাহতদের হাসপাতালে আনা হচ্ছে।