সারাদেশ
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাবনায় আগুন লেগেছিল
পাবনার বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের কিউলিন ইন্ডাস্ট্রি নামের একটি পাটখড়ির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৫ জুন) রাত সাড়ে সাতটা থেকে আটটার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পুলিশ জানান, আগুনে হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট। তাদের সহায়তা করেছেন স্থানীয়রা।