দুপচাঁচিয়া উপজেলাদুর্ঘটনাপ্রধান খবর

বগুড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে দম্পতি নিহত

বগুড়ায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দম্পতির মৃত্যু হয়েছে। দূর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক।

নিহতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর সদরের পূর্বপাড়া এলাকার মঈনুল ইসলাম (৭৪) ও তার স্ত্রী রওশন আরা বেগম (৬৫)।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ মহাসড়কের দুপাঁচাচিয়া উপজেলার কৃষিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানান, ওই দম্পতি প্রাইভেটকারযোগে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রামের বাড়ি আক্কেলপুর যাচ্ছিলেন।
পথিমধ্যে গাড়িটি তার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে চালকসহ গাড়িতে থাকা দম্পতি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দুপঁচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর সকাল ৮টার দিকে রওশন আরার মৃত্যু হয়। এদিকে অপর ২ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সকাল ৯টার দিকে মঈনুল ইসলামের মৃত্যু হয়।

দুপাঁচাচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া লাইভকে জানান, দূর্ঘটনায় নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত চালক শজিমেকে চিকিৎসাধীন রয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button